নির্জনতা নেমে আসে নিঃসঙ্গ শহরে কিছুক্ষণ আগে অনেকেই ছিল এখন আমি ভীষণ একা এ যেন অতল নিঃসঙ্গতা রাত্রির বুকে নগ্ন জোছনা ।
জানালায় চেয়ে থাকি অনেক সময় কেউ কি আমার মত জেগে আছে হয়ে নিশাচর? নিঃসঙ্গতার মগ্ন দেয়ালে অনেকটা দূরে চেয়ে থাকি দেখি কোথাও আলো জ্বলছে তারাও কি ব্যস্ত আবেগী খেয়ালে?
দাম্পত্য কলহ নাগরিক রাতে রক্তক্ষরণ দেহ মনের ভাংচুরের শব্দ আমি শুনতে পারছি না মল-মূর্তে শুয়ে থাকে অভিশাপ্ত পিতা স্মৃতিকাতরতায় ভুগছে হয়তো আলো জ্বালিয়ে বেঁচে থাকার স্বপ্ন দেখছে গর্ভবতী কুমারীরা আত্মহননের ছকে হয়তো ব্যস্ত হয়ে পড়েছে ধর্ষিতার কান্না লেপ্টে থাকে প্রতিবাদী মানুষের কালো কালো হাত ডান -বামের মিছিলে মেহনতি মানুষেরা আবর্জনায় হাবু ডুবু খায় তবুও ওয়াইনের গ্লাসে নগ্ন নিত্য চলে পুঁজিবাদী রাত কোথাও জ্বলে উঠে মানিবিক বিভ্রাট ক্ষুদার্থ শিশুর মুখে ওদন যোগাতে মমতাময়ী মা হয়তো বা শ্রম দিচ্ছে ক্ষুদার্থ পুরুষেদের যৌন চাহিদায়।
আর আমি?আমিও ব্যস্ত তাদের মত টুকটুকে লাল ঠোঁট চিবিয়ে চিবিয়ে খাচ্ছি কাঁপছে নিঃসঙ্গতার উষ্ণ বুক আমি চুমু খেতে খেতে ভুলে যাচ্ছি অনেকটা পথ বাকি নিজে যেতে হবে অমৃত রসের সন্ধান উজার বক্ষে যৌবন যাত্রা হাঁকুপাঁকু করে খেয়ে নিচ্ছি কখনও ডানে কখনও বামে যেন উষ্ণতাকে চেটে নিচ্ছি উত্তাল সাগরে ভুলে যাচ্ছি নিজে যেতে হবে অনেকটা পথ বাকি আমার কাঙ্ক্ষিত লক্ষে আমি পৌঁছে গেছি আমি ছুটছি আমি ছুটছি এ যেন ঝড়ের বেগে অশরীরী হঠাৎ দেখি উড়ে গেছে উড়ে গেছে সে গভীর তৃষ্ণায় জড়িয়ে রাখা মধ্যে রাতের অপ্সরী।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Md. Mainuddin
আপনার কবিতার একটা বৈশিষ্ট্য খেয়াল করে দেখলাম বিরাম চিহ্ণের বিষয়টা। ৩য় ও ৪র্থ প্যারায় দীর্ঘ সময় পর বিরতি।অনেকটা এক নিঃশ্বাসে পড়তে হয়।ধন্যবাদ এই বৈচিত্রময় কবিতার জন্য। চমতকার বর্ণনা। ভালো থাকবেন।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
প্রতি মাসেই পুরস্কার
বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।
লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন
প্রথম পুরস্কার ১৫০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।
দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার
প্রাইজ বন্ড এবং সনদপত্র।